বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

কুমারখালীতে গৃহহারা ২ পরিবার!

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৫২৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ১:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ইছাখালী গ্রামের চোখের পলকেই দুটি বাড়ি পুড়ে গেছে। সোমবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে নগদ টাকা, গবাদিপশুসহ অন্তত ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভূক্তভোগীদের।

ফায়ার সার্ভিস জানায়, কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত মোবারক শেখের ছেলে আবেদ আলীর গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘন্টার ধরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ততক্ষণে আবেদ আলীর নগদ এক লাখ ৩০ হাজার টাকা, একটি গরু, আসবাবপত্র স্বর্ণালংকার ও ভাই ছাত্তারের নগদ টাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ডা. ময়েন উদ্দিন জানান, আগুনে পুড়ে দুটি পরিবার পথে বসে গেছে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।

ইউপি সদস্য মনোয়ার হোসেন লালন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ইউনিয়ন পরিষদের তরফ থেকে সার্বিক সহায়তা করা হবে। আর উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানও তেমন আশ্বাসই দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর