লালন-রবীন্দ্র, মীর মশাররফ-কাঙ্গাল আর বাঘা যতীনের স্মৃতিবিজড়িত পদ্মা-গড়াই বিধৌত সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায় অল্প দিনের মধ্যেই নির্ভরযোগ্য তথ্যভাণ্ডারে পরিণত হয়েছে ফেসবুকভিত্তিক গ্রুপ ‘ভালোবাসার কুষ্টিয়া নিউজ’। এরই প্রয়াসে অল্পদিনেই আস্থা অর্জন করে কুষ্টিয়ার মানুষের। তথ্য খোরাক যোগাতে গ্রুপটি দারুণ ভূমিকা রাখছে বলে মত দিয়েছেন অনেকেই।
এরই ধারাবাহিকতায় এক আমন্ত্রণে কুষ্টিয়ার র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর গাফুরুজ্জামানের সাথে টিম ভালোবাসার কুষ্টিয়া নিউজ সৌজন্য সাক্ষাত করেছে। সাক্ষাতে কুষ্টিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলাপ হয় বলে জানিয়েছেন টিমলিডার ইমন খান।
রবিবার (২১ মার্চ) কুষ্টিয়ার নির্ভরযোগ্য তথ্যভিত্তিক ফেসবুক গ্রুপ ভালোবাসার কুষ্টিয়া নিউজের টিম মেম্বাররা কুষ্টিয়ার র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় ভালোবাসার কুষ্টিয়া নিউজ গ্রুপের টিম লিডার ইমন খান ছাড়াও আরও উপস্থিত ছিলেন- জয়, রাহুল, জুয়েল, মোমিন, খালিদ, শাকিল, হারুনসহ অন্যান্য মেম্বাররা।
গ্রুপটির টিম লিডার ইমন খান বলেন, আমাদের গ্রুপের মাধ্যমে কুষ্টিয়াকে মানুষের মাঝে তুলে ধরতে চাই। পুনজ্জাগরণ ঘটাতে চাই প্রাণের কুষ্টিয়াকে। তাই আমরা কয়েক বছর ধরে আমাদের গ্রুপের মাধ্যমে এ সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ‘আমাদের ভালোবাসার কুষ্টিয়া নিউজ’ গ্রুপটি হল জণকল্যাণমূলক একটি ফেসবুক গ্রুপ। যার মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকে।
করোনা মহামারিতে মানুষকে বিভিন্ন সহায়তা ও সেবার কথা তুলে ধরে মানবিক এই উদ্যোক্তা বলেন, বিশ্ব যখন মহামারি করোনাভাইরাসে বিধ্বস্ত। ঠিক তখনই আমরা কুষ্টিয়া শহরের বিভিন্ন অলিতে-গলিতে খাবার সামগ্রী বিতরণ করি। আমাদের জন্মভূমি কুষ্টিয়াকে আমরা ফুলের মতো করেই সাজাতে চাই। কুষ্টিয়াকে গড়তে চাই মাদকমুক্ত শহরে।
প্রসঙ্গত, ‘ভালোবাসার কুষ্টিয়া নিউজ’ এর প্রথম যাত্রা শুরু করে ২০১৫ সালের ১৫ মে। এই সময় অল্প কিছু সদস্য নিয়ে তাদের পথ চলা শুরু হয়। ২০১৫ সালের সেই নবজাতক শিশুটিই আজ ৭১ হাজারের বিশাল একটি পরিবার!