শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

বইমেলায় খোকসার চমক হাসানের যুক্তিফাঁদে ফড়িং

মনিরুল ইসলাম মনি / ১২০০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২১ মার্চ, ২০২১, ৫:৪১ অপরাহ্ন

‘আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভেতরে বসে আছে হাসিব, গন্তব্য ‘খোকসা’। ঢাকা থেকে বাসে করে আসা যেত, তাতে সময় অনেক কম লাগত। তবু সে ট্রেনেই আসবে ঠিক করেছিল। ট্রেনে চড়লে নাকি একটা আয়েশি ভাব আসে ওর, ট্রেনের ছন্দ আর দুলুনিতে মনটা খুশি খুশি লাগে। তা ছাড়া স্টেশনে স্টেশনে মানুষের ওঠানামা দেখতে ভালো লাগে। আর নানা রকম মানুষের নানা রকম কথা শোনাটাও একটা বিনোদনের মতো। এসব ভাবতে ভাবতেই একটা চেঁচামেচি কানে আসে ওর।’ এভাবেই রসাত্বক করে অংককে মজাদার করে তুলেছেন কুষ্টিয়ার খোকসার চমক হাসান। এবারের বইমেলায় এসেছে তার নতুন বই যুক্তিফাঁদে ফড়িং।

বিরক্তি আর ভয়ের অংককে মজাদার করে ফুটিয়ে তোলার অদ্যম এক শক্তি আছে চমক হাসানের কাছে। যার সবশেষ উপমা যুক্তিফাঁদে ফড়িং। বইটিতে তিনি লিখেছেন-

“একজন নেতা গর্ব করে বলল, ‘বাঙালি কোনোদিন চুরি করে না।’ পাশ থেকে একজন বলল, ‘স্যার, ওমুক তো বিখ্যাত চোর, সেও তো বাঙালি।’ নেতা এবার বলল, ‘উঁহু, সে প্রকৃত বাঙালি না; প্রকৃত বাঙালি কোনো দিন চুরি করে না।’ এই ‘প্রকৃত’ কথাটা বলে সে তার আগের অবস্থানকে সুবিধামতো বদলে নিল। No True Scotmans ফ্যালাসিতে এমন ব্যাপারই বারবার দেখা যায়। নেতা যখন ঢালাওভাবে ঘোষণা দিয়েছেন, তখন একজন উল্টো উদাহরণ দিয়েছেন। ফলে তার বক্তব্য ভুল প্রমাণিত হয়ে যাওয়ার কথা। কিন্তু তিনি তার বক্তব্যকে কায়দা করে বদলে নিলেন।”

এরপরেই তিনি খণ্ডাতে থাকেন। লিখেছেন- “সমস্যা হলো, বাঙালি কী জিনিস সেটা ভাষা দিয়ে স্পষ্ট ব্যাখ্যা না করতে পারলেও মানুষের একটা ধারণা আছে। বাংলা ভাষাভাষী মানুষ বা বাংলা অঞ্চলের সংস্কৃতির ধারক-বাহক মানুষকে সাধারণভাবে মানুষ বাঙালি হিসেবে চেনে। কিন্তু ‘প্রকৃত বাঙালি’ কী জিনিস, এটা খুব অস্পষ্ট। এটা যে যার মতো করে ভেবে নিতে পারে। যার যা পছন্দ না, সেটাকে সে ‘প্রকৃত বাঙালি’র বৈশিষ্ট্যের তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারে।”

এমন ২৪টি লজিক্যাল ফ্যালেন্সি বা যুক্তির ভ্রান্তি নিয়ে, মজার সব উদাহরণ দিয়ে যুক্তিফাঁদে ফড়িং বইটি ফুটিয়ে তুলেছেন চমক হাসান। চমক হাসানের বাড়ি কুষ্টিয়ার খোকসার শোমসপুর গ্রামে। চমক হাসান কুষ্টিয়ার সময় পত্রিকার সম্পাদক আহসান নবাবের জ্যেষ্ঠ ছেলে। ভয় থেকেই যিনি জয় করেছেন অংককে।

অসাধারণ এই বই পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের আদর্শের ৩৮, ৩৯, ৪০, ৪১ নম্বর স্টলে। বই মেলা ছাড়াও আদর্শ প্রকাশনের ওয়েব থেকেও অর্ডার করো যাবে। তার জন্য ক্লিক করতে হবে এখানে। এ ছাড়াও রকমারিতেও অর্ডার করে সংগ্রহ করা যাবে বইটি। রকমারিতে অর্ডার করতে ক্লিক করুন এখানে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর