বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী (১৯৭১ – ২০২১) উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে ১৫০ জন বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।এউপলক্ষ্যে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন লসএঞ্জেলাস(বিইউএফএল) আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার পান্টি ইউনিয়নের ভালুকা গ্রামের প্রকৌশলী শহিদুল আলমের বাড়ি প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর। চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামছুজ্জামান ঝন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান মান্নান মোল্লা, চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইমরান প্রমূখ।
ক্যালিফোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী শহিদুল আলমের পরিচালনায় ও বাফলা কালচারাল সেক্রেটারি রশনী আলমের পৃষ্টপোষকতায় অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা গণ, সুশীল সমাজ, সাংবাদিক বৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। পরে উপস্থিতদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।