শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

খোকসার সা‌বেক ব‌্যাংকার শ‌রিফুল ইসলাম আর নেই

কু‌ষ্টিয়ার সময় প্রতি‌বেদক / ১১৪৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন

জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি- ঢাকার উপদেষ্টা শ‌রিফুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রা‌জেউন)।

বৃহস্প‌তিবার (১৮ মার্চ) বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন তার বন্ধু খোকসা উপ‌জেলা কল‌্যাণ স‌মি‌তি ঢাকার সভাপ‌তি ও কু‌ষ্টিয়ার সম‌য়ের সম্পাদক আহসান নবাব।

তি‌নি ব‌লেন, আজ সকাল ১০ রাজধানীর ডেলটা হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান। তার গ্রা‌মের বা‌ড়ি খোকসার শোমসপুর ইউ‌নিয়‌নের বুজরুক মির্জাপুর গ্রা‌মে।

আহসান নবাব জানান, তার ল‌াশ নি‌য়ে কুষ্টিয়ার খোকসার গ্রা‌মের বা‌ড়ি নি‌য়ে যাওয়া হ‌চ্ছে। রাত নয়টার মধ্যে পৌছা‌তে পার‌লে রাত দশটায় জানাযার নামাজ পড়া‌নো হ‌বে।

এ‌দি‌কে, তার মৃত‌্যু‌তে গভীর শোক প্রক‌াশ ক‌রে‌ছেন খোকসা উপ‌জেলা কল‌্যাণ স‌মি‌তির উপ‌দেষ্টা ও বাংলা‌দেশ ব‌্যাং‌কের জিএম, সভাপ‌তি আহসান নবাব, মহাস‌চিব র‌বিউল আলম বাবুল। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে‌ছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর