কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে কমলাপুর গ্রামের আনোয়ারা বেগম (৮৫) নামের ঐ বৃদ্ধা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রেমাংশু বিশ্বাস। তিনি বলেন, মঙ্গলবার (১৬ মার্চ) কমলাপুরে কোভিড- ১৯ পজেটিভ হওয়া আনোয়ারা বেগমের (৮৫) অবস্থার অবনতি হওয়ায় সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ইসলামী ফাউন্ডেশনের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে খোকসার চাঁদটে নিজ বাড়িতে মৃতের সৎকারের প্রক্রিয়া চলছে।
খোকসায় এটি করোনায় ষষ্ঠ মৃত্যু। পরপর দুইদিন দুজন মারা গেলেন। ব্যাপারটির গুরুত্ব সচেতন ব্যাক্তি মাত্রই উপলব্ধি করার কথা। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। কোনরকম উপসর্গ দেখা দিলেই হাসপাতালে এসে কোভিড পরীক্ষা করার আহ্বানও জানান করোনার এই সম্মুখযোদ্ধা।
ডা. প্রেমাংশু বলেন, সম্প্রতি মানুষের অসাবধানতায় করোনার সংক্রমণ বাড়ছে। বাড়ছে শ্বাসকষ্টের রোগীর সংখ্যাও। কিন্তু মানুষ করোনা পরীক্ষা করতে অনীহা প্রকাশ করেছে। আমি সবাইকে অনুরোধ করছি- লক্ষণ দেখা মাত্রই আপনারা করোনা টেস্ট করাবেন আর করোনার ভ্যাকসিন নিবেন।
প্রসঙ্গত, মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সাইদুর রহমান রমানাথপুর গ্রামের আমানত আলীর ছেলে। গত ১৪ মার্চে করোনার লক্ষণ দেখা দেয়।
উল্লেখ্য, খোকসায় গত এক বছরে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়েছেন বলে জানান ডা. প্রেমাংশু। এর মধ্যে মারা গেছেন ৬ জন।