কুষ্টিয়ার খোকসায় একই পরিবারের ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এতে খোকসায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৭ জন। তবে এদের বেশির ভাগই সুস্থ হয়েছেন।
মঙ্গলবার (১৬ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রেমাংশু বিশ্বাস। তিনি বলেন, খোকসার কমলাপুরে গত শুক্রবার এক পরিবারের ৩ জন কোভিড পজেটিভ আসায় আমরা তাদের কন্টাক্ট ট্রেসিং করি। কমলাপুরে সেই পরিবারটির কন্টাক্টে থাকা ৯ জনের আজ কোভিড পজেটিভ এসেছে। এছাড়া একই এলাকার আরো একজন ব্যক্তি কুষ্টিয়া থেকে পরীক্ষা করায় তারও গতকাল পজিটিভ এসেছিল।
খোকসায় হঠাৎ করোনার সংক্রমণ বাড়ছে উল্লেখ তিনি বলেন, মাস্ক পড়তে বললে আপনারা যারা বিরক্ত হন, তাদের কিছু বলার নেই। সময় থাকতে সতর্ক হোন। খোকসাকে করোনার কোনো হটস্পট বানাবেন না। কমলাপুরবাসীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করছি। মাস্ক পড়ুন, গনজমায়েত পরিহার করুন।
ডা. প্রেমাংশু বলেন, সম্প্রতি মানুষের অসাবধানতায় করোনার সংক্রমণ বাড়ছে। বাড়ছে শ্বাসকষ্টের রোগীর সংখ্যাও। কিন্তু মানুষ করোনা পরীক্ষা করতে অনীহা প্রকাশ করেছে। আমি সবাইকে অনুরোধ করছি- লক্ষণ দেখা মাত্রই আপনারা করোনা টেস্ট করাবেন আর করোনার ভ্যাকসিন নিবেন।
এর আগে, কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) ভোরে সাইদুর রহমান নামের ঐ ব্যক্তি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই রোগী দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি তার কোভিড-১৯ রিপোর্টে পজিটিভ আসে।
প্রসঙ্গত, খোকসায় গত এক বছরে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়েছেন বলে জানান ডা. প্রেমাংশু। এর মধ্যে মারা গেছেন ৫ জন।