কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) ভোরে সাইদুর রহমান নামের ঐ ব্যক্তি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রেমাংশু বিশ্বাস। তিনি বলেন, ওই রোগী দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি তার কোভিড-১৯ রিপোর্টে পজিটিভ আসে।
তিনি আরও বলেন, সম্প্রতি মানুষের অসাবধানতায় করোনার সংক্রমণ বাড়ছে। বাড়ছে শ্বাসকষ্টের রোগীর সংখ্যাও। কিন্তু মানুষ করোনা পরীক্ষা করতে অনীহা প্রকাশ করেছে। আমি সবাইকে অনুরোধ করছি- লক্ষণ দেখা মাত্রই আপনারা করোনা টেস্ট করাবেন আর করোনার ভ্যাকসিন নিবেন।
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সাইদুর রহমান রমানাথপুর গ্রামের আমানত আলীর ছেলে। গত ১৪ মার্চে করোনার লক্ষণ দেখা দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ দাফনের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, খোকসায় গত এক বছরে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। এদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়েছেন বলে জানান ডা. প্রেমাংশু। এর মধ্যে মারা গেছেন ৫ জন।