সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

৭২ বছরে শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৭২৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ৩ মার্চ, ২০২১, ৫:১৪ পূর্বাহ্ন

ঢাকা ১৫ আসনে টানা তিনবারসহ চারবারের নির্বাচিত সংসদ সদস্য শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব কামাল আহমেদ মজুমদারের ৭২তম জন্মদিন আজ। পরম করুনাময় আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করতে পারেন সেজন্য সবার দোয়া চান তিনি। ৭২ বছরে পদার্পণ উপলক্ষে বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় মোহনা টেলিভিশন কার্যালয়ে জন্মদিন উদযাপন করা হবে বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী গণমানুষের এই নেতার।

১৯৫০ সালের ৩ মার্চ ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার।
ছাত্র জীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে ছাত্র রাজনীতে সক্রিয় ছিলেন মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার।

ছাত্র জীবনে সলিমুল্লাহ কলেজের ছাত্রসংসদের নির্বাচিত জিএস ও ভিপি ছিলেন কামাল মজুমদার। এছাড়া ঢাকা মহানগরসহ কেন্দ্রীয় ছাত্রলীগের গুরুত্বপুর্ণ পদেও ছিলেন তিনি। ছাত্ররাজনীতি শেষে বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বৃহত্তর মিরপুরের গণমানুষের নেতা কামাল আহমেদ মজুমদার। আওয়ামী লীগ থেকে নির্বাচিত চারবারের সংসদ সদস্যও তিনি।

কাজের ক্ষেত্রে যিনি সবসময়ই নিষ্ঠাবান। যার স্বীকৃতি ও জনগণের ভালোবাসায় বারবার নির্বাচিত সংসদ সদস্য, আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার। নিজের আত্মীয় পরিজন, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী এই মানুষটি ভবিষ্যৎ জীবনেও সবার পাশে থাকার অঙ্গীকার করেন।

গুণী এই রাজনৈতিকে জন্মক্ষণের এই দিনে কুষ্টিয়ার সময়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর