কুষ্টিয়ার খোকসা শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণের সমাপনী প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে
সোমবার(২২ ফেব্রুয়ারী) বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলা শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন, কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার মো. তানভীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক। শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আশফাকুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান। এ ছাড়াও শোমসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়েন উদ্দিন।
২২ দিন ব্যাপী অনূর্ধ্ব ১৭ ভলিবল প্রতিযোগিতায় বাছাইপর্বে ২৪ জন প্রতিযোগীকে উপযুক্ত করে তোলা হয়েছে। পরে জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার উত্তীর্ণদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানের বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রশিক্ষণার্থীগণ নিজেদের শিক্ষা মননশীলতা বৃদ্ধিকল্পে ক্রীড়া প্রশিক্ষণ একটি অনন্য চাহিদা। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত আজকের এই প্রশিক্ষনার্থী শিক্ষার্থীরা তোমরাই আমাদের অহংকার। তোমাদের সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করি।