কুষ্টিয়ার খোকসার দেবিনগরে জুয়ার আসরে পুলিশ অভিযান চালায়। এ সময় জুয়া খেলার অপরাধে ৮ জুয়াড়িকে আটক করে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ৩ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটক আট জুয়ারির বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবিনগর গ্রামে।
পুলিশ জানায়, দেবিনগর গ্রামের সমীর মল্লিকের বাড়ি থেকে বাড়ির মালিকসহ আব্দুল হাকিম, আতাহার, লাল্টু, শিপন, সুজন ও শরিফুল হোসেনকে আটক করে খোকসা থানার একটি আভিযানিক দল।
এ ঘটনায় রবিবার (৩০ আগস্ট) খোকসা থানায় জুয়া আইনের একটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৫। পরে, দুপুরে আটকদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।