কুষ্টিয়ার কুমারখালীতে আমিরুল ইসলাম (৩০) ও জাহিদুল ইসলাম (২৮) নামের আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওই এলাকার মৃত আকবার আলী ব্যাপারের দুই ছেলে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। পরে আসামীদের নিয়ে অভিযান চালিয়ে চুরাইকৃত একটি অটো উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি দুইভাই ব্যবসায়ী সেজে পাবনা জেলার পাবনা সদর থানা হতে একটি অটো ব্যবসায়ীক মালামাল আনার জন্য ভাড়া করে ঈশ্বরদী বাজারে যায়। সেখানে দড়ি কেনার কথা বলে একভাই অটোচালককে নিয়ে বাজারের মধ্যে যায় এবং আরেক ভাই অটোতে বসে অটো পাহাড়া দেয়। পরে চালককে চা পান করতে দিয়ে সিগারেট খাওয়ার বলে চালকের ফোনে মিসকলের মাধ্যমে ফোন নাম্বার দিয়ে কৌশলে দুই ভাই অটো চুরি করে পালিয়ে গিয়ে রাজবাড়ী হাটে বিক্রি করে।
এ বিষয়ে পাবনার ঈশ্বরদী থানায় অটোচালক একটি মামলা দায়ের করলে ওই থানা পুলিশ তদন্তে নামে। তদন্তে মোবাইল নাম্বার ট্র্যাকিং করে আসামীদের অবস্থান জেনে ঈশ্বরদী থানা পুলিশ কুষ্টিয়ার কুমারখালী থানায় আসে। কুমারখালী থানার ওসি মজিবুর রহমানের সার্বিক সহযোগীতায় ও সেকেন্ড অফিসার এস আই শরীফুল ইসলামের পরিচালনায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে তাদের দেওয়া তথ্যানুসারে রাজবাড়ি থেকে একটি অটো উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, পাবনার ঈশ্বরদী এলাকা থেকে কৌশলে আপন দুই অটো চুরি রাজবাড়ী বিক্রি করে।পরে চালক ওই থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে আসামীদের অবস্থান জানতে পেরে কুমারখালী থানায় আসলে আমরা মোবাইল নাম্বার ট্র্যাকিং করে আসামীদের গ্রেফতার করি।পরে তাদের দেওয়া তথ্যমতে একটি অটো উদ্ধার করা হয়।তিনি আরো বলেন, আসামীরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য।তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।