মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য অরুচিকর

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৪৯৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ৩:৩৪ অপরাহ্ন

ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ‘ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য অত্যন্ত অরুচিকর। সরকারের লক্ষ্য ছিল দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন জনগণের মাঝে পৌঁছে দেয়া’।

তিনি আরও বলেন, ‘তারা প্রথমে বলেছিল ভ্যাকসিন আসবেনা। এ নিয়ে সরকার তালবাহানা করছে। এখন ভ্যাকসিন এসে গেছে দেশে। আসার পরে তা কে আগে নিবে কে পরে নিবে এসব নিয়ে কথা হচ্ছে। কিন্তু আমি না নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে আগে ভ্যাকসিন নিতে হবে এই কথা বলা অত্যন্ত নিচু রাজনৈতিক মানসিকতার পরিচয় রহন করে’।

রোববার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত টিকাদান সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টি এবং উন্নয়ন কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ফখরুল ইসলামের মন্তব্যে হানিফ আরো বলেন, ‘বিএনপি আজ পর্যন্ত সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া কোনো পজিটিভ কথা বলেছে? কেউ শুনেছে তা? তারা তো শুরু থেকেই সরকারের বিরুদ্ধে নালিশই করে আসছে। এজন্য অনেকেই এখন বিএনপিকে নালিশি পার্টি বলে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর