কুষ্টিয়ার খোকসায় দুর্বৃত্তের আগুনে শাহ সুফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ দরবার শরীফের আসবাবপত্র পুড়ে ছাই। শত্রুতার জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে সভাপতি দাবি করছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামের এই অগ্নিকাণ্ডের ঘটে। পরে আগুন নিভিয়েছে বলে জানা যায়।
শাহ সুফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ দরবার শরীফের সভাপতি মো. আব্দুল মজিদ বলেন, শত্রুতার জেরেই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় পুলিশে অভিযোগও দিয়েছে বলে জানান। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি করেন তিনি।