কুষ্টিয়ার খোকসায় মোড়াগাছা গ্রামে জোনাকি আলো ফাউন্ডশনের উদ্যোগে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জোনাকি আলো ফাউন্ডশনের উদ্যোগে মোড়াগাছা প্রাথমিকবিদ্যালয়ের মাঠে ১০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, রানা টেক্সটাইল এর সত্ত্বাধিকারী রানা, অধ্যাপক ওয়াজেদ বাঙালি, হাজী মোহাম্মদ আবু তাহের, সাংবাদিক দিপু মালিক, জোনাকির আলো ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আল আহসান মামুন, জোনাকির আলো ফাউন্ডেশনের উপদেষ্টা মাজেদুল ইসলাম, চেয়ারম্যান ইয়ুথ ডেভলপমেন্ট ফোরাম মোহাম্মদ চপল আশিকুল এবং আরো ছিলেন জোনাকির আলো ফাউন্ডেশন এর অন্যান্য সদস্যবৃন্দ।