আমেরিকা, ইউরোপ, রাশিয়ার মত দেশের প্রাণঘাতী ক্রিমিয়ান কঙ্গো ভাইরাসের ভ্যাকসিন প্যাটেন্ট পেলেন কুষ্টিয়ার খোকসার পাভেল ও তার টিম।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর সন্ধ্যায়) কুষ্টিয়ার সময়কে এ তথ্য নিশ্চিত করেন ভ্যাকসিনের আবিষ্কারক তারকিস পাভেল।
কুষ্টিয়ার সময়কে তিনি বলেন, এই ভাইরাস সাধারণত আমেরিকা, ইউরোপ, রাশিয়া, আফগানিস্তান, পাকিস্তান ভারতে দেখা যায়। আর সেক্ষেত্রে চিন্তা করতে গেলে বাংলাদেশও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এ ভাইরাসটিতে মৃত্যুর হার শতকরা ৩০ শতাংশ। তাই আগেভাগেই এ ভাইরাসটি প্রতিরোধে বাংলাদেশ সরকারকে সতর্ক হতে হবে।
জানা গেছে, এই ভাইরাসটি প্রতিরোধে কাজ করবে ভ্যাকসিনটি। ইতোমধ্যেই প্রিক্লিনিক্যালি ট্রায়ালে শতভাগ সফলতা পাওয়া গেছে। আর মানবদেহে প্রয়োগের জন্য অপেক্ষায় আছে ভ্যাকসিনটি।
মানবদেহে সফলতা পেলে বিশ্ব দরবারে ইতিহাস গড়বে কুষ্টিয়ার খোকসার কৃতীমুখ তারকিস পাভেল।
কুষ্টিয়ার খোকসার থানাপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম নীলার একমাত্র পুত্র পাভেল এসএসসি পাশ করেন খোকসা-জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। এর পর উচ্চ মাধ্যমিক শেষ করেন রাজধানীর বিএএফ শাহীন কলেজ থেকে। পরে ইয়োডা ইউনিভারসিটি থেকে শেষ করেন স্নাতক। আর স্নাতকোত্তর করেন সুইডেন বিশ্ববিদ্যালয় থেকে। রেগুলার শিক্ষাজীবন শেষে গবেষণার জন্য তুরস্কের এরসিয়েস বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন।
পাভেল বলেন, এটি আমার জীবনের সফলতার অন্যতম একটি মাইলফলক। আমার গবেষণার স্বীকৃতি। আর এর পূর্ণতা পাবে মানবদেহে সফলভাবে প্রয়োগ হলে। এ জন্য সবার কাছে আমি দোয়াপ্রার্থী।