মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

প্রতীক পেয়েই মাঠে নেমেছে কাউন্সিলর প্রার্থীরা

ওবাইদুর রহমান আকাশ / ৮৪৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৯:০৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসার আসন্ন পৌরসভা নির্বাচন ২৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারে নেমে পড়েন প্রার্থীরা।

বৃহস্পতিবার (১১ডিসেম্বর) খোকসা পৌরসভার প্রতিটা ওয়ার্ডে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন বলে জানা যায়।

আসন্ন খোকসা পৌর এলাকায় ৯টি ওয়ার্ডের কাউন্সিল পদে লড়ছেন যারা-

১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন মনিরুজ্জামান টিপু-পাঞ্জাবী মার্কা, বশির আহম্মেদ- উটপাখি মার্কা, নজরুল ইসলাম- ডালিম মার্কা, আফজাল হোসেন – ব্ল্যাকবোর্ড, হযরত- পানিরবোতল।

২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন মহব্বত আলী ফকর- উটপাখি, রাজা মুনসী- পানির বোতল।

৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন মো. আব্দুল হামিদ- উটপাখি ও মো. আনোয়ার হোসেন বাবুল- পানির বোতল।

৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন মো. আবুল কাশেম তরুণ- উটপাখি মার্কা, এবং মো. আব্দুল হাকিম- ডালিম মার্কা।

৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ- উটপাখি ও সেলিম হোসাইন- পানির বোতল

৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শামিনুর রহমান মন্টু- পাঞ্জাবী মার্কা, মো. ইমরান হোসেন- পানির বোতল মার্কা, মো. নবাব প্রামানিক- উটপাখি মার্কা, মো. আখের আলী- ব্রীজ মার্কা, ও নীল মহম্মদ- ডালিম মার্কা।

৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. হাসেম আলী- পানির বোতল, আরিফুল ইসলাম আরিফ- উটপাখি, টুটুল হোসেন- ডালিম মার্কা।

৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের লড়ছেন মনিরুল ইসলাম মনির- ডালিম মার্কা, সোহেল রানা- পাঞ্জাবী মার্কা, মো. ইউনুস- উটপাখি, আব্দুল রাজ্জাক- পানির বোতল।

৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মোতাহার মোল্লা- পাঞ্জাবী মার্কা, মো. এরশাদ আলী- ডালিম মার্কা, মেহেদি হাসান বিশ্বাস- পানির বোতল, মো. আশরাফুল- উটপাখি, বাবু মুন্সী- ব্ল্যাকবোর্ড, সবুজ মোল্লা- টেবিল ল্যাম্প।

এদের মধ্যে সংরক্ষিত ওয়ার্ড- ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী- ঝর্ণা খাতুন- আনারস, ফরিদা পারভিন (নাইচ) চশমা মার্কায়।

সংরক্ষিত ওয়ার্ড- ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী- ফিরোজা খাতুন- জবাফুল মার্কা, কাজলী খাতুন- আনারস মার্কা, মোছা. আয়শা খাতুন- টেলিফোন মার্কা, সেলিনা আক্তার- চশমা মার্কা।

ও সংরক্ষিত ওয়ার্ড- ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী- রেবেকা খাতুন- জবাফুল মার্কা, জামেলা খাতুন- আনারস মার্কা, ডালিয়া খাতুন- চশমা মার্কা, নাজনীন নাহার বেলি- বাস মার্কা

প্রতিটা ওয়ার্ডে সরজমিনে গিয়ে ভোটারদের সাথে কথা বলা হলে তার বলেন, সৎ, যোগ্য, প্রার্থীকেই তারা ভোট দিবেন।

এদিকে, প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই প্রার্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণায় নেমে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর