খোকসায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক হুমায়ুন কবীরের বর্তমান শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
বৃহস্পতিবার (১০) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি।
মনিরুল ইসলাম মনি বলেন, সবার ভালোবাসায় আমাদের সবার প্রিয় হুমায়ুন ভাই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।
তিনি আরো বলেন, মাথায় কোনো সমস্যা হয়নি। তবে ভেতরের তিনটি দাঁত পড়ে গেছে। বাকিগুলো অপারেশনের মাধ্যমে রাখা গেছে। নাকের একটি হাড় ভেঙে গেছে। দাঁতের ইনজুরিটা বেশি। তার চোখ ফুলে গেছে তবে কথা শুনে চিনতে পারছেন এবং বলতেও পারছে বলেও জানান।
বুধবারে (৯ ডিসেম্বর) গুরুতর আহত সাংবাদিক হুমাযুন কবিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক ঢাকায় রেফার্ড করা হয়।
উল্লেখ্য, কুষ্টিয়ার খোকসায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দৈনিক কুষ্টিয়া পত্রিকার সাংবাদিক হুমায়ুন কবিরসহ দুইজন আহত হয়।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার চুনিয়াপাড়ায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের খোকসা উপজেলা হাসপাতাল সম্মুখ রোডে ২০০ গজ ভেতরে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মটরসাইকেল সাংবাদিক হুমায়ুন কবিরের মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাংবাদিক হুমায়ুন কবির (৪৫) ও মো. কাউয়ুম ওরফে কাইফ (১৯) আহত হয়। স্থানীয়রা আহত সাংবাদিক হুমাযুন কবির ও অপর গাড়ির চালক কাইফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়।