কুষ্টিয়ার খোকসায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দৈনিক কুষ্টিয়া পত্রিকার সাংবাদিক হুমায়ুন কবিরসহ দুইজন আহত হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার চুনিয়াপাড়ায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, পৌরসভার ০২নং ওয়ার্ডের খোকসা উপজেলা হাসপাতাল সম্মুখ রোডে ২০০ গজ ভিতরের দিকে চুনিয়াপাড়া বিপরীত দিক থেকে দ্রুত বেপোয়ারা গতিতে আসা মটরসাইকেল সাংবাদিক হুমায়ুন কবিরের মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাংবাদিক হুমায়ুন কবির (৪৫) ও মো. কাউয়ুম ওরফে কাইফ (১৯) আহত হয়। স্থানীয়রা আহত সাংবাদিক হুমাযুন কবির ও অপর গাড়ির চালক কাইফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়।
আহত সাংবাদিক খোকসা উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমাযুন কবিরের গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার গবরাচাঁদপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল ওয়াহেদ মিয়া। তিনি লান্টু মাষ্টার নামেও পরিচিত ছিলেন বলে জানা যায়।
পরে হুমাযুন কবিরের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাৎক্ষনিক ভাবে তাকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়। তারপরে কুষ্টিয়া থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক ভাবে ঢাকায় তাকে রেফার্ড করা হয়।