সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

খোকসায় যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ১৫

ওবাইদুর রহমান আকাশ / ১৬৯৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ৬:৩৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসার পাইকপাড়া মির্জাপুরে (কুষ্টিয়া-রাজবাড়ি) সড়কে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে ১৫ আহত। এর মধ্যে গুরুতর ২ জন আহত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার পাইকপাড়া মির্জাপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে সকাল ৮ টায় ছেড়ে আসা লোকাল বাস অনিক সুপার ডিলাক্স (ঢাকা মেট্রো – জ ১১-০০৩৯) যাত্রী নিয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে যাওয়ার পথে (কুষ্টিয়া-রাজবাড়ি) সড়কে খোকসা পাইকপাড়া মির্জাপুরে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটেছে । পরে স্থানীয়রা পুলিশের সহযোগীতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এদের মধ্যে গুরুতর আহত হয়েছে কোমরভোগ গ্রামের মোকার আলি’র ছেলে আতর আলী (৫৫), ও পাংশা নাচনা গ্রামের হাবিলের ছেলে রাকিব (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন কুমারখালী চড়াইকোলের মতিউর রহমান (৪৫), কুমারখালি সান্দিয়াড়া গ্রামের আইনুদ্দিন (৮৫), সাতপাখিয়া গ্রামের আলতাফ হোসেন (৫৬), একতারপুর তামিম (৮), কুষ্টিয়া জগতি টুম্পা (৩০), গাড়ির হেলপার পাংশার রাকিব (৩০), কুমারখালী চড়াইখোলা মো. মতিন (৪০), হুজুর (৫০), আব্দুর রাজ্জাক (৩৫), আব্দুস সাত্তার (৪৫), বাবুল (৪৫), শফিকুল (৫৫), ও কোমরভোগের আতর আলী (৫৫)
আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে কয়েক জনকে ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর