সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে: কুমারখালীর চরসাদীপুরে সমাবশে ও মানববন্ধন

আকরাম হোসেন / ৫৪৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০, ৩:৫০ অপরাহ্ন

 

কুষ্টিয়ায়  শুক্রবার  (৪ ডিসেম্বর) দিবাগত রাতের  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্মানাধীন ভাস্কর্যটি দৃর্বৃত্তরা ভেঙ্গে দেওয়ায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (৬ ডিসেম্বর) সকালে কুমারখালীর চরসাদীপুর ইউনিয়ন ভবনের সামনে থেকে ইউনিয়ন আওয়াামীলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, র্কমর্কতা, কর্মচারী বৃন্দুদের বিক্ষোভ, মিছিল ও র্যলি বেড় করে।

বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে জরো হয়। এমসয় মানববন্ধনে বক্তব্য রাখেন, চরসাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়াামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মানিক, সাদীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুদ্দোজা, সিনিয়র শিক্ষক আব্দুল সালামসহ বিভিন্ন সংগঠনরে নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কযে হামলা করেছে তারা দেশ ও সংবিধানের ওপর হামলা করেছে। তাই তাদের বিচারে আওতায় এনে কঠোর শাস্তি দাবী করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর করে দুষ্কৃতিকারীরা। সিসি টিভির ফুটেজের মাধ্যমে দুইজনকে আটক করেছে। পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর