শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে খোকসা আওয়ামী লীগের উদ্যোগে বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা চত্বর থেকে খোকসা বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বাসস্ট্যান্ডে এসে শেষ হয় পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুবলীগের যুগ্ন আহবায়ক বাপ্পি বিশ্বাস রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত, কোষাধ্যক্ষ ও কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, সাবেক উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আওয়ামী লীগ নেতা সাহেব আলী, বাংলাদেশ ছাত্রলীগের হাসানুজ্জামান,তাঁতী লীগের খায়রুল ইসলাম, এবং মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার বলেন, দেশে আগুন সন্ত্রাস করে সফলতা না পেয়ে জামাত শিবির তথা কুখ্যাত রাজাকারদের লেলিয়ে দিয়ে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের এজেন্ডা হাতে নিয়িছে। কুষ্টিয়ায় আপামর জনসাধারণ বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গা কখনোই মেনে নেবে না। আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর করে দুষ্কৃতিকারীরা। সিসি টিভির ফুটেজের মাধ্যমে দুইজনকে আটক করেছে। পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানা যায়।