কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় ভাস্কর্য ক্ষতবিক্ষত করা হয়। শনিবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা।
জানা যায়, শনিবার সকালে কাজ করতে গিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু ভাস্কর্যে হাতুড়ি দিয়ে পেটানো দেখেন শ্রমিকরা। এতে বঙ্গবন্ধুর হাতের অগ্রভাগ ভেঙে চুরমার করেছে এবং মুখে অবয়ব ক্ষতবিক্ষত করে দুর্বৃত্তরা।
প্রসঙ্গত, অধিকাংশদের বিরোধিতার মুখেও কুষ্টিয়া পৌরসভা থেকে শহরের ঐতিহ্যবাহী জাহেদ রুমী চত্বর (শাপলা চত্বর) ভেঙে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র আনোয়ার আলীর সমালোচনা করেন।