কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় মোঃ জামাল হোসেন (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রোড পার হতে গিয়ে কুমারখালী তরুন মোড়ে ট্রাক চাপায় নিহত হন তিনি। নিহত জামাল হোসেন উপজেলার এলঙ্গীপাড়া গ্রামের মৃত হানিফ বাঙালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭ টার দিকে শ্রমিক ইউনিয়নের কুমারখালী শাখার সাধারণ সম্পাদক জামাল হোসেন শ্রমিক অফিস থেকে বের হয়ে রোড পার হতে যায়। এসময় ঢাকাগামী ট্রাক (কুষ্টিয়া -ট-১১-১০৬০) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় ড্রাইভারকে ট্রাকসহ আটক করেন স্থানীয়রা।
কুমারখালী থানার ওসি মোঃ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ড্রাইভারকে আটক এবং ট্রাক জব্দ করা হয়েছে। তিনি আরো জানান আইনি প্রক্রিয়া চলমান।