কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক হোসেনের বিরুদ্ধে প্রতিবন্ধীদের ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অনুসন্ধানে গেলে ভুক্তভোগী প্রতিবন্ধী লক্ষীখোলা আলমাতলা গ্রামের আইনালের ছেলে আলী হোসেন, বাক প্রতিবন্ধী আফাজ উদ্দিনের ছেলে মুনাজুলের স্ত্রী ও মৃত সাবদেলের ছেলে আসমত এর স্ত্রী জানান, আমাদের অসচ্ছল প্রতিবন্ধী ভাতার কার্ড হয়েছে সেই কার্ডে গত ১৬/১১/২০ ইং তারিখে ৯ হাজার করে টাকা উত্তোলন হয়েছে কিন্তু আমরা জানতে পাই নাই পরে আমরা যখন লোকজনের মাধ্যমে জানতে পারি তখন মানিক মেম্বার মাত্র ১ হাজার করে টাকা দিয়ে আমাদের তাড়িয়ে দিয়েছে। আমরা বিষষটি তদন্ত করে বিচার দাবি করছি।
এ বিষয়ে এলাকাবাসী জানান, আমরা গতকাল শুনেছি মানিক মেম্বার প্রতিবন্ধীদের ভাতার টাকা উত্তলোন করে আত্মসাৎ করেছে বিষয়টি তদন্ত করে আমরা বিচার দাবি করছি। এলাকাবাসী আর জানান, গতকাল রাত ১২ টার পরে মানিক মেম্বার স্থানীয় নেতা ঝন্টুর কাছে এসেছিল বিষয়টি সমাধানের জন্য। ঝন্টু আর ভালো বলতে পারবে। এ বিষয়ে ঝন্টু জানান, মানিক মেম্বার গতকাল রাত অনুমানিক ১২টার সময় আমার বাড়িতে এসেছিল এবং বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করে কিন্তু পরে আর সে আমার সাথে যোগাযোগ করেন নাই।
এ বিষয়ে মানিক হোসেন মেম্বার জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্রে করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কিছু ব্যক্তি। আমি কোন টাকা আত্মসাৎ করি নাই। ঝন্টুর সাথে দেখা করা বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ঝন্টু ও আমরা এক সাথে দল করি তাই দেখা হয়েছিল কথা বলেছি তবে টাকার কোন বিষয় নাই।