সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন

খোকসা পৌর নির্বাচন : মেয়র পদে ২ প্রার্থীসহ মোট ৪৬ মনোনয়নপত্র জমা

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৬৮১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ৩:৫৮ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল আজ। এতে দুই মেয়র প্রার্থীসহ মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতীকের মনোনীত প্রাথী তারিকুল ইসলাম ও বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী নাফিজ আহম্মেদ খান রাজু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও ৯ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছন। সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৭ নভেম্বর বিএনপি মনোনীত প্রার্থী নাফিজ আহমেদ খান রাজু উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়ন পত্র জমা দেন।

প্রসঙ্গত আগামী ৩ তারিখের যাচাই-বাছাই ১০ তারিখে প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর ২০২০ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১ ডিসেম্বর দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগার আলী এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম তার মনোনয়নপত্র জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এর নিকট মনোনয়নপত্র জমা দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর