সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

খোকসায় পুড়ে গেল কৃষকের বসতবাড়ি

ওবাইদুর রহমান আকাশ / ৫৭৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলার সন্তোষপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় জয়নালের বসত বাড়ির খেরের পালা থেকে আগুনের সূত্রপাত হয়।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গোয়াল ঘরের বিদ্যুতের তারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষণিক খড়ের পালা সহ রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জয়নালের বসতবাড়ি, রান্নাঘর ও গরুঘর পুড়ে গেয়েছে। সবাই গোয়াল ঘরে থাকা একটি গরু বশীভূত হয়েছে ও আরও একটি গরু পুড়ে গুরুতর আহত হয়েছে। অগ্নিকাণ্ডে কৃষকের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খোকসা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এ বিষয়ে খোকসা ফায়ার স্টেশনের ফায়ারম্যান শামসুজ্জামান জানান, অগ্নিকান্ডে কৃষকদলের বসতবাড়ি রান্নাঘর ও গরু রাখার গোয়াল ঘর পুড়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আনুমানিক প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা প্রায় ছয় লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর