কুষ্টিয়ার খোকসায় ৫০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে আটটায় খেয়াঘাট সংলগ্ন জানিপুর বাজারে স্বপ্নপূরণ ফ্যাশন হাউসে ইয়াবা বিক্রি অবস্থায় খোকসা থানা পুলিশের টহলদল মাদকসহ তিনকে আটক করেন।
আটকৃতরা হলেন- মো. সুমন হোসেন (৩৫) পিতা মোকাদ্দেস হোসেন গ্রাম. ওসমানপুর মধ্যপাড়া, মোঃ অন্তর বিশ্বাস (২০) পিতা মোঃ আশরাফুল ইসলাম, কমলাপুর কারিগরপাড়া, সজল দাস (১৯), পিতা নিরাপদ দাস গ্রামঃ কমলাপুর মিঞাপাড়া। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ নিউজ লেখা পর্যন্ত খোকসা থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার কুষ্টিয়ার সময়কে জানান, চিহ্নিত ইয়াবা কারবারিদের ধরার জন্য গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। ৫০ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়।