শুনেছি তোমার পূর্ব পুরুষেরা নাকি
মদ্যপ কিংবা নেশার ঘোরে
নিজেকে স্নান করাতো?
নিকোটিনে জুড়ানো ঐ রক্তাক্ত লোচনে
সিক্ত ছিল কী তাদের রাহা?
কালের পরাক্রমে তুমিও সে যূথ
নিশাচর তমশা আলিঙ্গনকে অদূরবর্তী করতে তাদের এই বৃথা চেষ্টা!
শুনেছি তোমার পূর্ব পুরুষেরা,
স্বভাবে নয়, অভাবে নয়; নয় অভিলাষে
তারা ছিল ‘নিশাচর’ নাবিক।
অদুরেই হারায়ে তুমি নব্য যাত্রী
বিলাসী পাত্র আর ইস্কাটন নয়
তুমি সংসর্গ করো ‘আমিতে’
হেরোইন কিংবা নিকোটিনে
তোমার তমশার ঘোর প্রস্থানে!