শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

জামায়াত কর্মী খোকন মোল্লা হত্যার প্রতিবাদে খোকসায় সমাবেশ

মমিন হোসেন ডালিম,খোকসা / ২৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে জামায়াত কর্মী শহীদ খোকন মোল্লা হত্যার প্রতিবাদে খোকসা উপজেলা জামায়াতের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭) জানুয়ারি বিকেলে খোকসা বাস ষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর এস,এম সাইফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব
করেন, খোকসা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. নজরুল ইসলাম।

সমাবেশে বক্তারা জামায়াত কর্মী খোকন মোল্লা হত্যার মূল আসামী নাসির উদ্দিন কে গ্রেফতার ও দ্রুত শাস্তীর দাবী জানিয়ে বলেন, ১৫ বছর ধরে সংগ্রাম করে স্বৈরাচার, জালেম শেখ হাসিনার সরকারকে হঠাতে রাজপথে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির শীর্ষ নেতাদের হত্যার কথা উল্লেখ করে তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পরিকল্পিত ভাবে নেতৃত্ব শুন্য করতে ১১ জন নেতাকে নির্মম ভাবে হত্যা করে শহীদ করা হয়েছে। কিন্ত জালেম খুনি হাসিনা তা করতে পারে নাই । ১৫ বছরের সংগ্রাম আন্দোলন নির্যাতন সহ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী টিকে আছে। জুলাই অভ্যুথানে আওয়ামী সরকারের পতনের পর দেশে কারা দখলবাজী,চাঁদাবাজি করছে তা দেশবাশী ইতি মধ্যে জেনে গেছে।

জাসদকে ফ্যাসিস্ট এর দোসর উল্লেখ করে তাদের দলের লোকদের একটি রাজনৈতিক দল আশ্রয় প্রশ্রয় দিচ্ছে দাবী করে তারা বলেন, আমরা কোন দলের বিপক্ষে অবস্থান নিতে চাইনা , তবে যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, এবং হত্যাকারী তাদেরকে আমরা ছাড়বোনা। অবিলম্বে খোকন মোল্লা হত্যার মূল আসামী বিএনপি নামধারী জাসদের সন্ত্রাসী নাসির উদ্দিন কে গ্রেফতার করে বিচারের দাবী জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাজহারুল হক মমিন, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন,খোকসা উপজেলা জামায়াতের সেক্রটারী মাওলানা আয়েন উদ্দিন সহ জামায়াতের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর