দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সোহাগ হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে প্রাগপুর-ভেড়ামারা আঞ্চলিক মহাসড়কের বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজের যাত্রীর ছাউনির সামনে এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। সোহাগ হোসেন ভেড়ামারা মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জনায়, শুক্রবার বেলা ১২টার দিকে বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজের যাত্রীর ছাউনির সামনে একটি ট্রাকে তার মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় এবং পিছন থেকে আসা ট্রাকটি চাপা দিলে সোহাগ ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হুদা বলেন, বাগোয়ান কলেজের সামনে ট্রাকের ধাক্কায় সোহাগ নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
You must be logged in to post a comment.