কুষ্টিয়ার কুমারখালীতে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং কাজে ব্যবহৃত লোহার পাইপ চুরির ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে কুমারখালী থানায়। এই মামলায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। মামলাটি করেন পাউবো কতৃপক্ষ।
বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে বিকেল ৩ টার দিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আসামিরা হলেন – উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার রমজানের ছেলে রেজাউল হক (৩৮), ইদ্রিসের ছেলে মমিনুল ইসলাম সজিব (৩৭) একই এলাকার আইনুল শেখের ছেলে পাপ্পু শেখ (২৫)।
পুলিশ জানায়, উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া ব্রিজ ঘাট এলালায় গড়াই নদীর ড্রেজিং কাজে ব্যবহৃত কয়েক লাখ টাকার লোহার পাইপ রাখা রয়েছে। সেগুলো গত বুধবার রাতে গ্যাসের সাহায্যে কেটে চুরি করছিল একটি চক্র। এসময় খবর পেয়ে তিনজনকে আটক করে পুলিশ। জব্দ করা হয়েছে পাইপ ও গ্যাসের সিলিন্ডার। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে ৯ জনকে আসামি করে থানায় একটি চুরির মামলা করেন পাউবোর এক কর্মকর্তা। উক্ত মামলায় আটককৃতের আসামি করে আদালাতে পাঠানো হয়েছে।
এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, প্রায় এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের লোহার পাইপ চুরির অভিযোগে মামলা করেছেন পাউবো কর্তৃপক্ষ। উক্ত মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
এ বিষয়ে জানতে কুষ্টিয়া পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী ( ড্রেজিং) সৈকত বিশ্বাসকে একাধিক বার কল এবং ক্ষুদে বার্তা দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
You must be logged in to post a comment.