নূপুর কুষ্টিয়া প্রাচীন থিয়েটার দল নাট্য সংগঠন, মরহুম নাট্যকার জিন্না হকের হাতে তৈরি এই সংগঠন। নুপুর কুষ্টিয়ার ৬২ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে, গতকাল কোর্টপাড়া নূপুর কুষ্টিয়া অফিসে এক বর্ণ্যঢ্য আয়োজনে কেক কাটা হয়।
নূপুর থিয়েটারের সাধারণ সম্পাদক তসলিমা শিল্পীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট লালিম হক, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান মুকুল।নূপুরের নির্বাহী সদস্য লেখক ও গবেষক এ এম আব্দুল্লাহ ।
এসময় আরো উপস্থিত ছিলেন নূপুরের সভাপতি, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক এবং সাধারণ সদস্যগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুস্থ ধারার নাট্য আন্দোলন এবং সমাজ পরিবর্তনকে সামনে রেখে আগামী দিনে কিভাবে দলটিকে আরো সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং নতুন কর্মীদেরকে নিয়ে কর্মশালা বিষয়ক নানা আলোচনা করা হয়।
You must be logged in to post a comment.