রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

খোকসায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

মমিন হোসেন ডালিম / ৯৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১ জানুয়ারী, ২০২২, ১:০৪ অপরাহ্ন

 সারা দেশের ন্যায় কুষ্টিয়ার খোকসায় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

বই বিতরন অনুষ্ঠানে শিক্ষার্থীর সাথে খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজাবাহ উদ্দিন

এ বছর উপজেলার ৮৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭৯,৭৪০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২৫,৪৪০ জন এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে ৫৪,৩০০ জন। শনিবার সকালে খোকসা উপজেলার সকল প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

 

নতুন বই পেয়ে কোমলমতি শিশুদের সাথে অভিভাবকরাও উচ্ছ্বসিত

উপজেলা নিবার্হী কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, খোকসা জানিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ সহ স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, মহামারী করোনাভাইরাসের মধ্যও নতুন বছরের শুরুতে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই শিক্ষার মান উন্নয়ন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর