মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

‌ভিক্ষার টাকা এতিমখানায় দান কর‌লেন কু‌ষ্টিয়ার ভিক্ষুক!

কুষ্টিয়ার সময় ডেস্ক / ৬৫২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৬ মার্চ, ২০২১, ৪:৩৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় কয়েক দিন ধরে যেখানে সকাল দুপুর রাতে চোর ছিনতাইয়ের আতংকে রয়েছে সাধারণ মানুষ। সেখানে কিছু ভালো মানুষ আছে তার দৃষ্টান্ত হয়ে দাঁড়ালেন একজন ভিক্ষক।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশনের ভিক্ষুক হবিবার রহমান (৪৫)। স্টেশনে আসা যাত্রী সাধারণের কাছে থেকে ভিক্ষা করে পাওয়া তিল তিল করে জমানো তার ১০ হাজার টাকা দান করলেন স্থানীয় একটি এতিমখানায় ।

শুক্রবার (৫ মার্চ) মাদ্রাসার মোহতামিম মাওলানা রবিউল ইসলামের হাতে তিনি ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা তুলে দেন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি তার এই দান এলাকাবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে মনে করছে সচেতন মহল।

নিজের থাকার জায়গা নেই। ভূমিহীন হবিবার রহমান পোড়াদহ রেলওয়ে স্টেশনের ৪নং প্লাটফর্মে রাত কাটান। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরেই ভিক্ষা করে এই টাকা জমিয়েছিলাম। টাকাটা একটি ভালো কাজে লাগাতে পেরে আমি আনন্দিত। এই টাকায় এতিমদের একবেলার খাবার হলেও অনেক ভালো লাগবে আমার।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশনে ভিক্ষা করে ১০ হাজার টাকা জমিয়েছিলেন হবিবার রহমান। তবে জমানো সেই টাকা নিজে খরচ করেননি তিনি। দান করেছেন কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বল্লভপুর মাদ্রাসায়।

এ ব্যাপারে বল্লভপুর আলেয়া বেগম মাদ্রাসার মোহতামিম মাওলানা রবিউল ইসলাম বলেন, মাদ্রাসার ছাত্রদের খাওয়ানোর জন্য ১০ হাজার টাকা দিয়েছেন হবিবার। এটি একটি মহৎ কাজ। আমরা তার জন্য দোয়া করি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর