শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

‌বি‌শেষ দিবস ছাড়া পতাকা উ‌ত্তোলন হয় না কুমারখালী পোস্ট অ‌ফি‌সে

এনামুল হক ইমন, কুমারখালী (কুষ্টিয়া) / ২১১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ৭:১২ পূর্বাহ্ন

 

 

কুষ্টিয়ার কুমারখালী পোস্ট অফিসে বিশেষ দিবস ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করা হয়না। বিষয়টি নিয়ে রোববার পোস্ট অফিসে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, অনেকদিন ধরেই তারা লক্ষ করছেন কুমারখালী পোস্ট অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়না। আসলে জাতীয় পতাকা তাদের আছে কি-না সন্দেহ । বিষয়টি ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে তারা আরো বলেন, এর মাধ্যমে অবমূল্যায়ন হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বাহক জাতীয় পতাকার।

এ বিষয়ে কুমারখালী পোস্ট অফিসের পোস্ট মাস্টার দেলোয়ার হোসেন জানান, প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলনের কোন নির্দেশনা আমাদেকে দেয়া হয়নি। বিশেষ বিশেষ দিনে উত্তোলন করলেই যথেষ্ট। তাছাড়া আমাদের কোন অফিসেই নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়না।

উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল জানান, অফিস খোলা থাকলে অবশ্যই জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। বিষয়টি আমি দেখছি এবং এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর