কুষ্টিয়া খোকসা উপজেলায় ৪৩ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা অভিযোগে মামলার করেছে থানা পুলিশ। সেইসাথে উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে চারজন। হঠাৎ করে পুলিশি অভিযানের আত্মগোপনে রয়েছেন বিএনপির বিএনপি নেতা কর্মীরা।
জানাগেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানো কে কেন্দ্র করে মঙ্গলবার রাত্রে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ অভিযান পরিচালনা করে চারজন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মোস্তফা শরীফ (৪৮), অন্তর শেখ (২৩), নজরুল ইসলাম (৩৯) ও হায়দার বিশ্বাস (২৫)।
এদের সকলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে বুধবার রাতে খোকসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১২, তারিখ ২৭/১০/২০২১ ইং।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোহাম্মদ মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, শান্তিপূর্ণ সহাবস্থানের মাঝে নাশকতা সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আরো ৪৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।