দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ পৌর ও সদর উপজেলা যুবলীগের সম্মেলন। সম্মেলন কে ঘিরে ঝিনাইদহে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে প্রাণ-চাঞ্চলতা ফিরে এসেছে। শহরজুড়ে মিছিল মিটিং আর চায়ের আড্ডায়। নতুন নেতৃত্বে আসছে কারা এ নিয়ে চলছে আলোচনা ও গঠনমূলক সমালোচনা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি এবং বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত কুমার পাল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নবী নেওয়াজ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগসহ ঝিনাইদহ যুবলীগের জেলা, সকল উপজেলা, পৌরসভা এবং কুষ্টিয়া জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম এবং কুষ্টিয়া জেলা যুবলীগের নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় যুবলীগের খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া জেলা যুবলীগের সাংগঠনিক কর্মকান্ডের খোজ খবর নেন।
কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামের নেতৃত্বে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন কুষ্টিয়া জেলা যুবলীগ নেতা ও ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সজিবুল ইসলাম সজিব, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি আফজাল হোসেন শিশির, মিরপুর পৌর যুবলীগের আহবায়ক হাসানুল খান তাপস, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদ, সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবীর হোসেন আমান, কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক পাভেল সর্দ্দার, মিরপুর উপজেলা যুবলীগ নেতা এস কে চঞ্চল, যুবলীগ শফিকুল ইসলাম শফি, আবীর হোসেন আমান, আলমগীর শেখ, গড়াই ক্রীড়া সংসদ এর চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়াবিদ নকীব হাসান মান্তু প্রমুখ।