বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

১৫ আগস্টের সকল শহীদদের প্রতি গোলাম মোর্শেদ পিটারের গভীর শ্রদ্ধা

ওবাইদুর রহমান আকাশ / ৪৩২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৬:৪৮ অপরাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সেই সাথে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গোলাম মোর্শেদ পিটার।

গোলাম মোর্শেদ পিটার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ও শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার ঘটনাসহ ১৯৭৫ সালের আওয়ামী লীগের চারজন জাতীয় নেতা সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে গভীর শ্রদ্ধা।

তিনি আরো বলেন , আমার দাদা শহীদ গোলাম কিবরিয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর ছিলেন । তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, গনপরিষদ ও জাতীয় সংসেদর সংসদ সদস্যও ছিলেন। তিনি ১৯৭৪ সালের ২৫ শে ডিসেম্বর ঈদের নামায পড়ারত অবস্থায় আতাতায়ীর গুলিতে শহীদ হন। সেই সাথে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে সকলকে করোনা মহামারীতে নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখারও অনুরোধ জানান তিনি।

অন্যদিকে, নয়ন বিশ্বাস ও পারভেজ হোসেন টুটুলের তত্ত্বাবধানে খোকসাসহ কুমারখালীর বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

সেই সাথে খোকসা-কুমারখালীবাসীসহ দেশবাসীকে সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ, শান্তি কামনাও করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর