বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

১২ দিনে পুরো দেশ ভ্রমণের রেকর্ড কুষ্টিয়ার যুবকের!

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ১৯৯৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২১ মার্চ, ২০২১, ৪:৫১ অপরাহ্ন

অদম্য মনোবল আর দুরন্ত সাহসের জোরে নিজের লক্ষ‌্যে ঠিকই পৌঁছে গেছেন কুষ্টিয়ার লিটন মেম্বার । কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের সাবেক সদস্য সামসুদ্দিন সেখের পুত্র মতিউর রহমান লিটন মেম্বার ১২ দিনে নিজের মোটরসাইকেল নিয়ে ঘুরলেন পুরো দেশ।

জানা গেছে, লিটন মেম্বার বাংলাদেশের ৬৪ জেলায় ভ্রমণ করার উদ্দশ্যে গত ৮ মার্চ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর ভ্রমণ দিয়ে শুরু করেন তার পথ চলা। সেখান থেকে একের পর এক ৬৪ জেলা ঘুরে ১২ দিনে শেষ করেন। লিটন মেম্বার মাত্র ১২ দিনে শেষ করে ৬৪ জেলা ভ্রমণ ।

লিটন মেম্বার বলেন, ৬৪ জেলায় ভ্রমণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে তার। পার্বত্য অঞ্চলের পাহাড়ি পথে চলতে গিয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। রাস্তায় থামলেই উৎসুক জনতা ঘিরে ধরত তাকে। একজন অল্প বয়সের মানুষ তাও আবার বর্তমান পাটিকাবাড়ী ইউনিয়নের নির্বাচিত সদস্য মোটরসাইকেল চালিয়ে দেশ ভ্রমণ করছেন শুনেই তারা অবাক হতেন। অনেকে ‘দুরন্ত সাহস’ বলেও মন্তব্য করেছেন ।

তিনি ভ্রমণ শেষে রবিবার (২১ মার্চ) কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে দাঁড়িয়ে ভ্রমণের ইতি টানেন। এ সময় কুষ্টিয়ার উৎসুক জনতা তাকে দেখার জন্য আসেন। পরে কুষ্টিয়ার সাংবাদিকরা তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। একে একে বিভিন্ন শ্রেণির মানুষ লিটন মেম্বারের সাথে ছবি উঠেন।

ভ্রমণ নিয়ে লিটন মেম্বার সবার উদ্দশ্যে বলেন, বাংলাদেশ একটি পর্যটন সম্ভাবনার দেশ। এখানে দেখার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মানুষের মন ভালো ও সুস্থ রাখতে হলে প্রত্যেক মানুষকে দেশ ভ্রমণ করতে হবে। শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর