কুষ্টিয়া শহরে ১০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদককারবারি রুপালী বেগমকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) সকালের দিকে শহরের কোর্ট ষ্টেশন রোডের বারো দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। আটক রুপালী বেগম (৩৫) দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার জমির মালিথার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১০ কেজি গাঁজা সহ রুপালীকে আটক করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগের মধ্য থেকে মোট ৪টি প্যাকেটে আড়াই কেজি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এস আই সুফল সরকারের নেতৃত্বে এস আই সেলিম, এস আই জিন্নাহ সহ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন বলেন, এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এর সাথে আর কেউ জড়িত আছে কি না জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।