শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

হানি‌ফের ক‌রোনাম‌ু‌ক্তি‌তে পোড়াদ‌হে দোয়া মাহ‌ফিল

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৫৮২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ৫:৩০ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ এর করোনা মুক্তি লাভ হওয়ায় এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ খাঁ পাড়ার মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নুরুল মৃধার সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন।

স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া জেলা কৃষক লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম খলিল।

এছাড়াও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিরপুর উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, মিরপুর উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি সেলিম হাসান মেম্বার, মিরপুর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, মিরপুর উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি বেনজির আহমেদ পলাশ, মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাহাতুজ্জামান রাহাত, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রনজু, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি খালেকুজ্জামান ভুট্টো, ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মুক্তারুজ্জামান মুক্তার, শাজাহান স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন ইসলাম বাবুল, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হায়দার আলী মন্ডল, উপজেলা কৃষকলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক ইউনুস আলি ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।

দোয়া মাহফিলে আওয়ামীলীগ নেতাসহ অসুস্থ সকল সদস্য ও পরিবারবর্গের সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্বরুপদহ দারুউল মাদ্রাসার খতিব মাওলানা্ ইব্রাহিম কাশেমী।

এসময় স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর