শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

হা‌নি‌ফের প্রতিদ্ব‌ন্দ্বী মেয়রপুত্র তনু!

নিজস্ব প্রতিবেদক / ৪০৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৮:১৫ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া-৩ (সদর) আসনে আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু। সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কর্মী-সমর্থক নিয়ে সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়ন উত্তোলনের পর তনু সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বতন্ত্র ভোট করার জন্য বলেছেন। এতে কেউ বাধা দেবে না। প্রধানমন্ত্রীর এই কথাকে বিশ্বাস করে মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে আমি কুষ্টিয়া ৩ আসনে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি মনে করি কুষ্টিয়ায় অনেক উন্নয়ন হয়েছে। আরও উন্নয়ন হওয়া উচিত বলে তিনি মনে করেন।

মনোনয়ন উত্তোলনের পরপরই তনু কুষ্টিয়া শহরে মোটরসাইকেল এবং গাড়ি বহর নিয়ে কর্মী-সমর্থক মিলে আনন্দ মিছিল বের করেন।

অন্যদিকে মেয়রের ছেলে পারভেজ আনোয়ার তনুও আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের কোনো পদ পদবিতে নেই। তিনি দুইবার জেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। সর্বশেষ জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এদিকে দলীয় নেতা-কর্মীরা বলছেন, কুষ্টিয়া-৩ (সদর) আসনে মাহবুব উল আলম হানিফের কোনো বিকল্প নেই। কারণ হিসেবে তারা বলছেন, পর পর দুইবার কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি নির্বাচিত হওয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাঁর হাত ধরে কুষ্টিয়া জেলাজুড়ে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতা পরবর্তী কোনো নেতা কিংবা সরকার তার সিঁকিভাগ উন্নয়নও কুষ্টিয়ায় করতে পারেনি। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত থাকায় দল-মত নির্বিশেষে সবার আস্থার প্রতীক হয়ে উঠেছেন মাহবুবউল আলম হানিফ। তৃতীয়বারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি।

মেয়র পুত্র পারভেজ আনোয়ার তনুর মনোনয়ন উত্তোলন প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, নৌকাকে জেতানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই এর বাইরে আমরা কোনো কিছু ভাবছি না। আর আমাদের নেতা মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়া জেলার যে উন্নয়ন করেছেন তাতে করে দলের মধ্যেতো বটেই, দলের বাইরেও তার কোনো বিকল্প তৈরি হয়নি। তবে দল মত নির্বিশেষে নৌকার পক্ষেই আমরা কাজ করব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর