সারাদেশে ৭০৮ টি ইউপিতে পঞ্চম ধাপের নির্বাচন হয়েছে গতকাল। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নের নৌকাপ্রার্থী হেরেছে ১০ ইউপিতে।১১ ইউপির মধ্যে জামানত হারিয়েছেন তিন নৌকাপ্রার্থী। এছাড়াও দুই স্বতন্ত্র প্রার্থী ও জামানত হারিয়েছেন।
জামানত হারানো নৌকার মাঝিরা হলেন- বটতৈল ইউনিয়নের মোমিন মন্ডল।২০ হাজার ৪২৫ ভোটের মধ্যে তিনি মাত্র ১১৪ ভোট পেয়েছেন। আলামপুর ইউনিয়নের আব্দুল হান্নান ১৭ হাজার ৯৪৩ ভোটের মধ্যে ১৭৭ ভোট পেয়েছেন। হরিপুর ইউনিয়নের নৌকার প্রার্থী সম্পা মাহামুদ ১৮ হাজার ৮৬৪ ভোটের মধ্যে মাত্র ২৩২ ভোট পেয়েছেন।
এই আসনে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবল আলম হানিফ। তার আসনে নৌকার এমন পরাজয় এবং প্রার্থীর জামানত হারানো নিয়ে চলছে সমালোচনা। তবে কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচনে অংশগ্রহণকারীরা খুশি।
নির্বাচনের বেসরকারি এই ফলাফলের ব্যাপারে জামানত হারানো নেতৃবৃন্দ কোনো মন্তব্য করতে রাজী হননি।