আজ মঙ্গলবার বেলা ১২ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আপীল করেন কুষ্টিয়া জেলা নির্বাচন কমিশন কতৃক প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে। উচ্চ আদালত প্রার্থী বাতিলের সিদ্ধান্ত অবৈধ জানায়।
আসন্ন ১ম ধাপের নির্বাচনে এ্যাড. ওহিদুল ইসলাম ডব্লিউ ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় মনোনয়ন জমা দেন আসন্ন খোকসা উপজেলা নির্বাচনে, উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য। একারণে মনোনয়নপত্র যাচাই বাছাইপর্ব শেষে জেলা নির্বাচন কমিশন কতৃক তার মনোনয়ন বাতিল করা হয়।
এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আপীল করেন তিনি, আজ তার প্রার্থীতা বৈধতার পক্ষে রায় প্রদান করেন মহামান্য হাইকোর্ট বিভাগ।
এর মাধ্যমে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে থেকে খোকসা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা রইলনা।
উচ্চ আদালতে প্রার্থীতা ফিরে পেয়ে প্রার্থী দোয়া ও ভোট প্রার্থনা করেন খোকসা উপজেলাবাসীর কাছে।