ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়ার কুমারখালীর গরিব-অসহায় মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদবস্ত্র ও নগদ অর্থসহ শাড়ী-পাঞ্জাবি-লুঙ্গি-থ্রি-পিস ও সেমাই, চিনি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে কুমারখালীর বিভিন্ন এলাকায় কুমারখালী-খোকসা সাবেক ছাত্রনেতা এস এম মঈন ব্যক্তিগত উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করেন।
এ বিষয়ে এস এম মঈন বলেন, সারাবিশ্ব করোনায় বিপর্যস্ত, আমরাও তার বাইরে নই। জীবনের চেয়ে বড় মূল্যবান কিছু নেই, একই সঙ্গে জীবিকাও গুরুত্বপূর্ণ। যারা দিন আনে দিন খায়। তাদের পাশে আমি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি।
তিনি আরো জানান, আর সবার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে সচ্ছলদের এগিয়ে আসার আহ্বান ছাড়াও করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। নিজে বাঁচুন, দেশকে বাঁচান
এ সময় উপস্থিত ছিলেন- সদকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুমারখালী থানা বিএনপি’র সহ-সভাপতি লুৎফর রহমান, সদকী ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, কুমারখালী থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাইদুজ্জামান (সজল), সদকী ইউনিয়নের ছাত্রনেতা মিরাজুল, মহব্বত হোসেন মুন্না,সদকী ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মিঠু হোসেন, আকাশ, পাশা, আশিক, যুবনেতা পলাশ, কুমারখালী কলেজ ছাত্র নেতা আব্দুল লতিফসহ বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।