কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন আজ বিকেলে আলাউদ্দিন নগর বাজারে জনসংযোগ চালিয়েছেন।
এসময় তিনি সাধারণ মানুষের কাছে তার মোটর সাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এরপর তিনি চড়াইকোল স্টেশন বাজারে এক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
পরে জিয়াউর রহমান খোকনের নির্বাচনের অন্যতম সমন্বয়ক ওয়াসিম আকরাম ও মনিরুল ইসলাম মিন্টুর নেতৃত্বে বিশাল একটি নির্বাচনী প্রচারণা মিছিল বের করা হয়। মিছিলটি আলাউদ্দিন নগর পশুহাটের সামনে থেকে শুরু চড়াইকোল স্টেশন বাজার পদক্ষীণ করে আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী মঞ্চে এসে শেষ হয়।
আগামী ২৬ শে ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এই নির্বাচনে এবার নন্দলাল পুর ইউনিয়নের জনমত জড়ীপে বহুলাংশে এগিয়ে আছে নন্দলালপুর ইউনিয়নের সাবেক জননন্দীত চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন।
এই ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নওশের আলীর নৌকা প্রতীকের সাথে ভোট যুদ্ধে লড়বেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান খোকন।