কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল সহ ৩জনকে আটক করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় এ অভিযান বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ সহ ৩জনকে আটক করা হয়।
আজ শুক্রবার সকাল ১১টায় কুষ্টিয়া সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় জারিফ হাসান জেমি, আশরাফুল আলম সোহাগ ও জাহাঙ্গীর আলমের বাড়িতে তল্লাশী চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, বেশকিছু গোলাবারুদ, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন সোহানুর জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত কুষ্টিয়া সেনাবাহিনীর সদস্যরা জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ ৩জনকে আটক করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।