করোনায় দীর্ঘ ২ বছর থমকে গিয়েছিল কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাংগঠনিক কার্যক্রম। তবে ভার্চুয়ালি তৎপর ছিল ঢাকায় থাকা কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীদের আস্থার সংগঠনটি। এরই মাঝে অর্ধশতাধিক সাংবাদিকদের নিয়ে প্রীতি সমাবেশ ও ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে কুষ্টিয়া ভবনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজা।
সভা পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক আদিত্য শাহীন। ইফতার মাহফিলে অতিথি হিসেবে অংশ কুষ্টিয়া সমিতির সাবেক মহাসচিব আব্দুর রউফ।
প্রাণবন্ত প্রীতি সমাবেশ ও ইফতার মাহফিলে উপস্থিত সদস্যরা ফোরামকে এগিয়ে নিতে নানা পরামর্শ দেন।
পরে ইসি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় ফোরাম সভাপতি রেজোয়ানুল হক, সাধারণ সম্পাদক আদিত্য শাহীন এবং ইসি কমিটি ছাড়াও অংশ নেন চার সিনিয়র সাংবাদিক। তারা হলেন- কাজী হাফিজুর রহমান, অশোকেশ রায়, জহির মুন্না এবং খাদেমুল ইসলাম।
এ ছাড়াও সংগঠনকে এগিয়ে নিতে ফোরামের সহসভাপতি আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আউয়ুব আনসারী, সাংগঠনিক সম্পাদক উজ্বল রায়, অর্থ সম্পাদক জাফর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনজক রিজভী, ক্রীড়া সম্পাদক জাহিদুল আলম জয়, মহিলা বিষয়ক সম্পাদক তুনাজ্জিনা তনু, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনি ছাড়াও কাযনির্বাহী পরিষদের সদস্য আতিক হেলাল, ড. অখিল পোদ্দার, সহিদুল ইসলাম এবং তাজবীর সজীব উপস্থিত ছিলেন।
সভায় নির্বাহী কমিটির সদস্যদের প্রস্তাবের আলোকে ঈদের পরে একটি পুনর্মিলনীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান সভাপতি রেজোয়ানুল হক রাজা। সেখানে ফ্যামিলি ডেসহ প্রকাশনা বিষয়ক নানা বিষয়ে ইতিবাচক আলোচনার কথা জানান তিনি।
এছাড়াও ফোরামের সিনিয়র সহসভাপতি মাহমুদ হাফিজের মায়ের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।