কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কোর্টপাড়ার কলেজমোড় সংলগ্ন এলাকার রাশেদ হেলাল রাখু আজ আনুমানিক ভোর ৫ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
বিকাল ৪ টায় কলেজমোড় জামে মসজিদে আসর নামজের পরে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৫ টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়। এসময় কুষ্টিয়ার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রক্তিম ঘোষ স্বাক্ষরিত শোক বার্তায় সাবেক ছাত্রলীগ নেতা রাখুর মৃত্যু সংবাদটি দেশব্যাপী ছড়িয়ে পড়ে সামাজিক গণমাধ্যম ফেসবুকে। আত্মীয়, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, নেতাকর্মী, সহযোদ্ধা ও পরিচিত ব্যক্তিবর্গ সকলেই রাখুর অসুস্থতাজনিত অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
সাবেক ছাত্রলীগ নেতা রাখুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার ইকবাল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল হক পুলক, সাবেক সভাপতি শেখ হাসান মেহেদী, মাজহারুল আলম সুমন, সাবেক ক্রীড়া সম্পাদক আনোয়ার পারভেজ তনু, ইয়াসির আরাফাত তুষার, সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদ।
বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং প্রয়াত ছাত্রলীগ নেতা রাখুর রাজনৈতিক সহযোদ্ধা অ্যাডভোকেট সাইফুর রহমান সুমন বলেন, ” রাখু জেলা ছাত্রলীগের দুর্দিনের কান্ডারী, বিরোধীদলে কারা নির্যাতিত ছাত্রনেতা, দক্ষ ও মেধাবী সংগঠক ছিলো। দলীয় মিছিল মিটিং এ অগ্রভাগে থেকে নেতৃত্ব দিতো। আক্ষেপ রাখুর শেষ সময় আমরা ওকে চিকিৎসা সহ জীবনযুদ্ধে মনের মতো সাহায্য দিতে পারলাম না, আমাদের মনে রাখা উচিৎ, একদিন সবাই দুনিয়া ছেড়ে চলে যাবো, কেউই চিরদিন থাকবনা ”
কুষ্টিয়া পৌর গোরস্থানে সাবেক ছাত্রলীগ নেতা রাখুর দাফনকার্য অনুষ্ঠানসহ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান আতা,
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মীর সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী মুর্তজা সিদ্দিকী খসরু, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আসাদ রেমন, শামিমুল কামাল রুমন, সাবেক সিনিয়র সহ সভাপতি আহমেদ মৃদুল হাসান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ শতাধিক সাবেক ও বর্তমান বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ, কোর্টপাড়া নিবাসী মোঃ জাহাঙ্গীর রঞ্জু, সাবেক সরকারি কলেজ ছাত্র সংসদের নেতা আবু সাঈদ জাকারিয়া উৎপল, দৈনিক সময়ের দিগন্ত প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ, প্রমুখ।